সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:২৭ অপরাহ্ন


অজানা রোগের ফলে ‘পাপাই’ খেতাব বালকের

অজানা রোগের ফলে ‘পাপাই’ খেতাব বালকের


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক : এক অজানা রোগের কারণে বিখ্যাত কার্টুন চরিত্র ‘পাপাই’ খেতাব জুটিয়ে নিয়েছে ১১ বছর বয়সী ড্যানিয়েল সালভেম নামের এক বালক।

মাত্র চার বছর বয়সের সময় অস্বাভাবিক রকম ফুলে যেতে শুরু করে ফিলিপাইন অধিবাসী ড্যানিয়েলের ডান বাহু। কিছুদিনের মধ্যে একজন পূর্ণবয়স্ক বডিবিল্ডারের মতো রূপ নেয় তার বাহু।

বাহুর অস্বাভাবিকতার কারণে তাকে সবসময় বিরক্ত করত সহপাঠীরা। তাকে বুলি করার জন্য ‘পাপাই’ বলে ডাকা হতো। সহপাঠীদের নির্যাতনের মোক্ষম জবাব দিতে বড় হয়ে একজন বডিবিল্ডার ও মার্শাল আর্টিস্ট হওয়ার সংকল্প নিয়েছে ড্যানিয়েল।

সংবাদ মাধ্যমকে ড্যানিয়েল বলে, ‘আমার নাম ড্যানিয়েল। কিন্তু সবাই আমাকে পাপাই বলে ডাকে। দেহের অস্বাভাবিকতার কারণে বন্ধুরা আমাকে টিজ করে। কিন্তু এসবে আমি চিন্তিত নই, কারণ আমার বাহু পাপাইয়ের মতো। আমি বড় হয়ে বডি বিল্ডার হতে চাই এবং মার্শাল আর্ট শিখতে চাই। তারপর আমি ওই বন্ধুদের জানতে চাইব, দেখ, এখন আমাকে কার মতো দেখাচ্ছে’।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin