মবরুর আহমদ সাজু
শিউলি ফোটা হেমন্তের ঘনঘোর অমাবস্যায়-
অন্ধকার বিনাশের প্রত্যাশায় তখন সাড়ে তিন হাত প্রাণ।
আমি তখন প্রদীপের অপেক্ষায়-
জীবনের পরতে পরতে দুপুর ঘরিয়ে ক্লান্ত সন্ধ্যায়
তোমার পাশে এসে যখন দাড়ালাম,
তুমি এসে তখন জানালে চারদিকে ফুটেছে আলোরশ্মি।
দ্যাখো? কুয়াশার চাদর সরিয়ে ফের রোদ ঝলমলে পাহাড়!
ফের উঁকি মারছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা!
তখন দীপাবলির ফানুসে মশগুল অনাগত ভব্যষিৎ এর কৃষ্ণচূড়া
অদ্ভুত আলোর বিকল্পে তুমি তখন চেয়ে আছো আনমনা..