বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৫৪ অপরাহ্ন


অনন্ত বিজয় হত্যা মামলায় দণ্ডিতদের ডেথ রেফারেন্স হাইকোর্টে

অনন্ত বিজয় হত্যা মামলায় দণ্ডিতদের ডেথ রেফারেন্স হাইকোর্টে


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক :

সিলেটের বিজ্ঞানলেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঈদের ছুটির আগেই ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে। এখন পেপারবুক তৈরি হলে এটি শুনানির জন্য আসবে।’

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড হাইকোর্টের অনুমোদন ছাড়া কার্যকর করা যায় না। যার কারণে রায়ের পর সব নথি হাইকোর্টে পাঠানো হয়, যা ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) নামে পরিচিত।

এর আগে গত ৩০ মার্চ সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দেন। আসামিরা হলেন—আবুল হোসেন, ফয়সাল আহমদ, মামুনুর রশীদ ও আবুল খায়ের রশীদ আহমদ। রায়ের সময় আবুল খায়ের রশীদ কারাগারে আর বাকিরা পলাতক ছিলেন।

২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নুরানি আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন অনন্ত। হত্যাকাণ্ডের পর অনন্তের ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin