স্টাফ রিপোর্ট:
সিলেটে মুক্তুদ্ধের বইপড়ানোর একমাত্র সংগঠন ইনোভেটর এবার অনলাইনে বইপড়ার প্রত্যয় ঘোষণা করেছে সংগঠনটির কর্তৃপক্ষ।
আজ সন্ধ্যায় তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এমন ঘোষণা করেন সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রণবকান্তিদেব।
এবিষয়ে জানতে চাইলে তিনি জানান, করনোভাইরাস পরিস্থিতে সবাই ঘরের মধ্যে বন্ধি আমাদের ছোট্র প্রয়াসে যদি মানুষ জ্ঞান অর্জন করতে পারে তাহলে তো ক্ষতির কিছু দেখছিনা।
তিনি বলেন ২০০৬ সাল থেকে ইনোভেটর বইপড়ার উৎসবের মাধ্যমে তরুণ প্রজন্মর মাঝে মুক্তিযুদ্ধের সটিক ইতিহাস তুলে ধরে আসছে। এছাড়া তথ্য প্রযুক্তির এই যুগে আমরা অনলাইনে কত কিছু করি কিন্তু উৎসব করে বই পড়ার কার্যক্রম চোখে পড়ে না।
প্রণব বলেন, ডিজিটাল যুগে অনলাইন ভিত্তিক বইপড়ার আয়োজন হবে বর্তমান সময়ের যুগান্তকারী পদক্ষেপ। যারা আমাদের আয়োজনে অংশগ্রহণ করবেন। তারা নি:সন্দেহে যোজন যোজনদূরে এগিয়ে যাবে বলে মনে করেন এই বইপড়ুয়া সংগটক।
এদিকে অনলাইনে বইপড়ার কার্যক্রম নিয়ে তাদের ফেসবুকপেজে কিছু নির্দেশনা প্রদান করা হয়। পাঠকের সুবিধার্তে হুবহু তুলে ধরা হলো।
তারা বলেন, ঘরে থাকার সময়টুকু কাটুক বইয়ের সাথে। কোভিড-১৯ আমাদের ব্যস্ত জীবনকে হঠাৎ করেই স্থবির করে ফেলেছে। আতঙ্ক আর উৎকন্ঠার মাঝে আমরা প্রত্যেকেই আমাদের গৃহবন্দী দিনগুলো পার করছি। তবুও খুব সত্যি যে, একমাত্র বই পাঠ ই আমাদের সমস্ত দুঃশ্চিন্তা কে একপাশে সরিয়ে অন্য এক স্বপ্নের ভুবনে নিয়ে যেতে পারে।
ইনোভেটর এই ধ্রুব সত্যকে মাথায় রেখেই অনলাইন ভিত্তিক বইপড়া প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
(সপ্তম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য)
পুরো প্রতিযোগিতাটি ইনোভেটর বইপড়া উৎসব এর পেইজে সম্পন্ন হবে।
প্রতিযোগিতাটি নিম্নোক্ত উপায়ে পরিচালিত হবে।
১. প্রথমেই পেজ এ একটি বইয়ের নাম দেয়া হবে। বইটি পড়ে শেষ করার জন্য একটি নির্দিষ্ট সময় দেয়া হবে।
২. এর পর নির্দিষ্ট একটি দিন ও সময়ে আমরা সেই বইটি থেকে মোট ১০ টি প্রশ্ন দেব। প্রতিটি প্রশ্নের জন্য ১ মিনিট করে মোট ১০ মিনিট সময় দেয়া হবে উত্তর করার জন্য।
৩. পেজে প্রশ্ন দেবার পর ঠিক ১০ মিনিটের ভেতরে আপনাদের উত্তরগুলো “ইনোভেটর বইপড়া উৎসব” এই পেজে ইনবক্স করবেন। সময় শেষ হয়ে যাবার পর উত্তর ইনবক্সে পাঠালেও তা প্রতিযোগিতায় গ্রহনযোগ্য হবে না।
৪. একটি নির্দিষ্ট সময়ে বিজয়ীদের নাম এবং প্রশ্নের উত্তর পেজে পোস্ট করে জানিয়ে দেয়া হবে।
৫. বিজয়ীদের জন্য পুরস্কার থাকবে।