বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪২ পূর্বাহ্ন


অনুপ্রবেশকারীদের ভারতে কোনো জায়গা নেই : অমিত শাহ

অনুপ্রবেশকারীদের ভারতে কোনো জায়গা নেই : অমিত শাহ


শেয়ার বোতাম এখানে

অনলাইন ডেস্ক :
ভারতের মাটিতে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসাম রাজ্যে দুদিনের সফরে এসে আজ রোববার একথা বলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম জিনিউজ’র প্রতিবেদনে বলা হয়, আসামে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশের পর আজ প্রথমবারের মতো নিজের প্রতিক্রিয়া জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘দেশের মাটিতে অনুপ্রবেশকারীদের জায়গা নেই।’

এনআরসির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখের বেশি মানুষ। নাগরিকত্ব প্রমাণের জন্য ফরেনার্স ট্রাইবুন্যালে ১২০ দিনের মধ্যে আবেদন করতে হবে তাদের। যদি সেখানেও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হন, তাহলে হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টেও যেতে পারেন তারা।

অমিত শাহ জানান, সংবিধানের ৩৭১ অনুচ্ছেদ উত্তর-পূর্ব রাজ্যগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। ৩৭১ অনুচ্ছেদকে সম্মান করে তার সরকার। এমনকি ওই অনুচ্ছেদ প্রত্যাহারে কোনো সম্ভাবনা নেই।

জম্মু-কাশ্মীরকে মর্যাদা দেওয়া ভারতের সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পরই এমন আশঙ্কা উঠতে শুরু করে উত্তর-পূর্ব রাজ্যগুলোতে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin