আবুজার বাবলা, শ্রীমঙ্গল:
শ্রীমঙ্গলে সাংবাদিকতার নাম ভাংঙ্গিয়ে কিছু অসাধু লোক সাধারণ মানুষের সাথে প্রতারণা করে চলছে। সম্প্রতি এমন কিছু ভিডিও ও ভয়েজ রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জরুরী ভিত্তিতে বৈঠকে বসে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব।
প্রেসক্লাব সভাপতি সাপ্তাহিক জয়বার্তার সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় ক্লাবের অধিকাংশ সদস্যরাই এই সভায় উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে সাংবাদিকতার নাম করে অপকর্মের বেশ কিছু অডিও এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যার ফলে শ্রীমঙ্গলে সুস্থ ধারার সাংবাদিকতার পরিবেশ নিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দরা উদ্বেগ প্রকাশ করেন ।
প্রেসক্লাব সভাপতি বলেন, যারা চাঁদাবাজী করছে এদের সাথে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের কোন যোগাযোগ নেই। এসময় অপসাংবাদিকতায় জড়িতদের তথ্য প্রমান সহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য শ্রীমঙ্গলবাসীর প্রতি অনুরোধ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, বর্তমানে একটি চক্র তাদের অপকর্ম ঢাকতে এবং তাদের অপরাধ মূলক কাজ সহজে করতে তারা গাড়িতে, মটর সাইকেলে প্রেস এর স্টিকার লাগিয়ে ঘুরে বেড়ায়। এদের প্রতি প্রশাসনের দৃষ্টি রাখার অনুরোধ রাখেন প্রেসক্লাব নেতারা। সভায় উপস্থিত ছিলেন, দৈনিক সমকালের প্রতিনিধি শামীম আক্তার হোসেন, আরটিভি ও আমাদের সময়ের মৌলভীবাজার প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, দৈনিক সংবাদ এর প্রতিনিধি অসীম পাল শ্যামল, সাপ্তাহিক অলোকনের সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী রিপন, ডেইলী ইন্ডাস্টি এর প্রতিনিধি অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, মাইটিভির প্রতিনিধি সঞ্জয় কুমার দে, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি ইমন দেব চৌধুরী, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সুমন বৈদ্য, দৈনিক প্রথম আলো প্রতিনিধি শিমুল তরফদার, দৈনিক আমার বার্তার প্রতিনিধি শাজন আহমদ রানা, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি উজ্জ্বল কুমার দাশ সুমন, দৈনিক দেশ এর প্রতিনিধি কাউছার আহমদ রিয়ন, দৈনিক মৌলভীবাজার বার্তার প্রতিনিধি দেলোয়ার হোসেন রাহিদ, যায়যায় দিনের প্রতিনিধি শফিকুল ইসলাম রুম্মন, ডেইলি অবজার্ভার এর প্রতিনিধি রুপম আচার্য, শ্রীভুমির স্টাফ রিপোর্টার শাকিল আহমদ, দৈনিক খোলাচিঠির নান্টু রায়, জয়বার্তার জহিরুল ইসলাম ও আল ইব্রাহীম।