শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৬ পূর্বাহ্ন


অসহায় ও নিম্নবিত্তদের ঘরে ঘরে এমপি সাইফুজ্জামান শিখর 

অসহায় ও নিম্নবিত্তদের ঘরে ঘরে এমপি সাইফুজ্জামান শিখর 


শেয়ার বোতাম এখানে

করোনাভাইরাস আতঙ্কে যখন মানুষ গৃহবন্দি, তখন অসহায় ও নিম্নবিত্ত পরিবারগুলোতে দেখা দিয়েছে খাদ্য সংকটের, তখন অসহায়দের পাশে দাঁড়িয়েছেন, অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।

আজ বুধবার মাগুরায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি।

সকালে পৌর এলাকার পারনান্দুয়ালী পূর্বমুন্সীপাড়া এলাকায় প্রায় ১ হাজার ৩০০টি দরিদ্র পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিরতণ করেন তিনি।

পরিবার প্রতি ৬ কোজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবন ও ১টি করে সাবান দেয়া হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, পৌর কাউন্সিলর আব্দুল কাদের গনি মোহন প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin