ওসমানীনগর প্রতিনিধি:
সারাদেশ করোনা ভাইরাস আতঙ্ক। এতে করে সবচেয়ে অসহায় হয়ে পড়েছে নিম্নআয়ের মানুষ। করোনা মোকাবেলায় জনসমাগম এড়াতে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ।
চক্ষু লজ্জার ভয়ে অনেকে কারো কাছে হাত পাততে পারছেনা। কর্মহীন অসহায় সেইসব দরিদ্রদের দুয়ারে দুয়ারে ত্রান নিয়ে ছুটছেন ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশে যখন টানা ছুটি চলছে, দোকানপাট, ব্যবসা বানিজ্যে স্থবিরতা নেমে এসেছে, নিম্ন আয়ের মানুষের চলা দায় হয়ে পড়েছে, ঠিক তখনই আতাউর রহমান মানিক ব্যাক্তিগত উদ্যোগে চাল, ডাল, তেল, লবন, আলু , সাবানসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে এলাকার অসহায় দরিদ্রদের ঘরে ঘরে ছুটছেন।
সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষে তিনি অসহায় অস্বচ্ছল পরিবারের সদস্যদের বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছেন ত্রান সহায়তা। আজ রবিবার গোয়ালাবাজার ইউনিয়নের ২০০ জন হত দরিদ্র পরিবারের মধ্যে নিজে গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দেন।
ত্রাণ বিতরণ কালে আতাউর রহমান মানিক বলেন, আতঙ্ক নয় সচেতন হোন, সরকারের বিধি নিষেধ ও লকডাউন মেনে চলার আহ্বান জানান। তিনি আরও বলেন, আপনারা ঘরে থাকুন আমি ত্রাণ নিয়ে পর্যাক্রমে আপনাদের দুয়ারে হাজির হব। ত্রান বিতরন অব্যাহত থাকবে।