শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন


অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে মোগলাবাজার থনার ওসি আখতার

অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে মোগলাবাজার থনার ওসি আখতার


শেয়ার বোতাম এখানে

দেশে  বাড়ছে করোনা আক্রান্ত। বাড়ছে মৃতের সংখ্যাও। পুরো বিশ্ব এখন লক ডাউনে। করোনা মোকাবিলা করতে সর্বসাধারণকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে সরকার।

পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন ঘর থেকে কেউ বের হচ্ছেন কি-না নজরদারি করছে। এতে অসহায়, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ পড়েছেন বিপাকে।

এমন দুর্যোগময় মুহূর্তে নিজেদের উদ্যোগে অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন এসএমপির মোগলাবাজার থানা পুলিশ। পুলিশ জনগণকে সচেতন করার পাশাপাশি ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

সোমবার পর্যন্ত মোগলাবাজার থানা এলাকায় ৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মোগলাবাজার থানার পুলিশ সদস্য প্রতি রাতে দরিদ্র মানুষর দরজায় খাবার নিয়ে কড়া নাড়ছেন। শুধু রাতে নয় দিনের বেলাও রাস্তা রাস্তায় খাদ্য সামগ্রী বিতরণ করছে মোগলাবাজার থানা পুলিশ।

এব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, ৩০০ দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এই দূর্যোগ যতদিন চলবে আমাদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

তিনি বলেন, সবাই যেন ঘরে থাকেন, সচেতন থাকেন। একান্ত প্রয়োজন ছাড়া যেন কেউ ঘর থেকে বের না হন। আল্লাহর উপর ভরসা রাখুন ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin