করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্ব যখন আতঙ্কিত, তেমনি সারা বিশ্বের মত বাংলাদেশ সরকার সারাদেশের সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। তাই বেকার হয়ে ঘরে বসে আছে দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা, রুদ্ধ হয়েছে নিত্যদিনের খেটে খাওয়া মানুষের জীবিকার পথ। তখনই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক ছাত্রনেতা দক্ষিন সুরমা উপজেলা যুবলীগের সদস্য নন্দন চন্দ্র পাল।
তিনি গভীর রাতে খাদ্য সামগ্রী উপহার নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছেন। সাবেক এই ছাত্রনেতা বিগত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে দ্বিতীয় স্হানে হন। কিন্তু নির্বাচনে হারলেও হারেননি মানুষের সেবা করা থেকে।
ইতিমধ্যে নন্দন পাল দক্ষিন সুরমার বিভিন্ন স্হানে জন সচেতনতা মুলক লিপলেট, মাস্ক, ডেটল সাবান বিতরন ও জীবানু নাশক স্প্রেসহ করোনা মোকাবেলায় সরকারের নির্দেশনায় নিজ থেকে মানুষের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।