শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন


অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে চার্জ গ্রহণ

অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে চার্জ গ্রহণ


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

বুধবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ডিবি পুলিশের দেয়া চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ২৭ আগস্ট মামলার চার্জ শুনানির তারিখ ধার্য করেন আদালত। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. শায়রুল ঢাকা সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন। গত ১৩ আগস্ট মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin