শুভ প্রতিদিন ডেস্ক:
বাংলা, বাঙ্গালি সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, নতুন প্রজন্মকে জানানো ও তাদের মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষনিয়ে আজ থেকে হলো তিনদিন ব্যাপী বাংলা টাউন মেলা। শুক্র, শনি ও রোববার। ২৩, ২৪ ও ২৫ আগষ্ট যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট সিটির বাংগালী খ্যাত ‘জেইন ফিল্ডে’ এ মেলা অনুষ্টিত হতে যাচ্ছে। প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত অবধি মেলার কার্যক্রম চলবে।
মেলাকে সামনে রেখে নানা আয়োজন হাতে নিয়েছেন আয়োজকেরা।
আয়োজকরা জানান, মেলাকে জমজমাট ও প্রাণবন্ত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিনোদনের সুযোগ করে দিতে এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার উদ্দেশ্যে এই মেলা আয়োজন করা হয়েছে।
মেলায় বিভিন্ন অনুষ্টানের পাশাপাশি থাকছেন দেশ ও বিদেশের শিল্পীদের মধ্যে জনপ্রিয় কন্ঠশিল্পী বেবি নাজনিন, রেসমি মির্জা ও লায়লা সহ নর্থ আমেরিকার সংগীত শিল্পীরা।
বিভিন্ন রকমের স্টলের পাশাপাশি রয়েছে শিশুদের জন্য বিনোদন সহ আকর্ষনীয় সব ইভেন্ট।
এছাড়া অংশগ্রহণকারীদের জন্য রয়েছে র্যাফেল ড্র। র্যাফেল ড্র’তে থাকবে একটি গাড়ীসহ আকর্ষণীয় পুরষ্কার।
বাংলা টাউন মেলায় বাংলাদেশীসহ সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।