শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন


আজ মঞ্চস্থ হবে নাটক ‘মুল্লুক’ শিল্পকলা অডিটোরিয়ামে

আজ মঞ্চস্থ হবে নাটক ‘মুল্লুক’ শিল্পকলা অডিটোরিয়ামে


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট
সিলেট শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাতীয় নাট্যোৎসব ২০২০-এ আজ মঞ্চস্থ হবে নাটক ‘মুল্লুক’। নাটকটির চতুর্থ প্রদর্শনী মঞ্চস্থ করবে নাট্যালোক, সিলেট। বৃটিশ বিরোধী ‘মুল্লুক চল’ আন্দোলনের দু’জন বিদ্রোহী গঙ্গাদিতি ও পন্ডিত দেওশরণ ইতিহাসের সত্য সাক্ষী। ‘মুল্লুক’ নাটকে গঙ্গাশরণ সত্য ইতিহাসের দুই চরিত্র সম্মিলনে একত্র রূপ।

নাটকটি রচনা করেছেন বাকার বকুল। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন বাবুল আহমদ, নুরজাহান জেসমিন, খোয়াজ রহিম সবুজ, অচিন্ত্য কুমার দে অমিত, ফারহিন জাহান নুবা, জুবায়ের আহমদ,সাজ্জাদ হোসেন শুভ, তরিকুল ইসলাম, অনুপমা সাহা, রিজভী আরিফ দীপন, অরূপ দে, নয়ন, নাইম, গৌরব সেন, ঋত্বিক আদিত্য, সায়েম, সোনিয়া, বৃত্ত প্রমুখ।

আবহ সঙ্গীতে রয়েছেন তনয় দে, পরাগরেণু দেব তমা, হিল্লোল শর্মা। এছাড়া পোশাকে দীপন, রূপসজ্জায় শিপলু রাহাত, দীপন। আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণে খোয়াজ রহিম সবুজ, কামরুন নাহার শাওন। মঞ্চ ব্যবস্থাপনায় অচিন্ত্য অমিত, শুভ। নাটকটির প্রযোজনা অধিকর্তা খোয়াজ রহিম সবুজ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin