বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন


আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের ১৫ সদস্যের সাথে সিলেটের চার শিক্ষার্থী

আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের ১৫ সদস্যের সাথে সিলেটের চার শিক্ষার্থী


শেয়ার বোতাম এখানে

প্রতিদিন ডেস্ক:

থাইল্যান্ডের চিয়াংমাই শহরে অনুষ্ঠেয় ২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) যোগ দিচ্ছে ১৫ সদস্যের বাংলাদেশ দল। ১৬ থেকে ২০ ডিসেম্বর হতে যাওয়া আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ দলে সিলেট থেকে চার শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

সিলেটে চার শিক্ষার্থী হলো- অর্পণ চন্দ্র (সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট), তাশরিক আহমদ (জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট), ছালওয়া মেহরীন (জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট) ও রাফিহাত সালেহ চৌধুরী (জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, সিলেট)।

দলের অন্যান্য সদস্যরা হলো-ওমর করিম (উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা), সানি জুবায়ের (ঢাকা কলেজ, ঢাকা), কাজী মোস্তাহিদ (চিটাগাং গ্রামার স্কুল, চট্টগ্রাম), নাশীতাত যাইনাহ রহমান (সানবিমস স্কুল, ঢাকা), যাহরা মাহযারীন (আগা খান স্কুল, ঢাকা), যারিয়া মুসাররাত পারিজাত (আগা খান স্কুল, ঢাকা), শিহাব সারার আহমেদ (নটর ডেম কলেজ, ঢাকা), জারিফ মাহবুব তালুকদার (নটর ডেম কলেজ, ঢাকা), মীর উমাইমা হক (নালন্দা উচ্চ বিদ্যালয়, ঢাকা), আবরার শহীদ রাহিক (চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম),  এবং তাফসীর তাহরীম (চিটাগাং গ্রামার স্কুল, চট্টগ্রাম)।

প্রসঙ্গত, গত বছর প্রথমবারের মতো অংশ নিয়েই আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক পেয়েছিল বাংলাদেশ দল।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin