বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:৫৬ অপরাহ্ন


আন্তর্জাতিক নারী দিবসের ভাবনা

আন্তর্জাতিক নারী দিবসের ভাবনা


শেয়ার বোতাম এখানে

স্কোয়াড্রন লীডার (অব) সাদরুল আহমেদ খান : আজ ৮ই মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষ্যে বঙ্গমাতা ফাজিলাতুন্নেছা মুজিব সহ সকল মহিয়সি নারীদেরপ্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, সেই সাথে বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

নারী আন্দোলনের ইতিহাসে আজ এক গৌরবময় দিন। দীর্ঘ কর্মঘণ্টা আর মজুরি বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে নারী আদায় করেছিল তার অধিকার। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে করেছে সমঅংশীদারিত্ব।

“বিশ্বে যা কিছু মহানসৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর ।”

আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য- ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ – সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম মহান স্বাধীনতা যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, “কেউ যদি বীরাঙ্গনাদের পিতার নাম জিগ্যেস করে তবে বলে দিও তাদের পিতা শেখ মুজিবুর রহমান আর তাদের ঠিকানা ধানমণ্ডি ৩২ “ নারী পুনর্বাসন ও ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৭২ সালে ‘নারী পুনর্বাসন বোর্ড’ গঠন করেন। তিনি জাতীয় জীবনের সকলক্ষেত্রে নারীর সমানাধিকারের বিষয়টি সংবিধানে নিশ্চিত করেন। ১৯৭৪ সালের সংবিধানে নারী অধিকার সমুন্নত রাখেন এবং দেশ পরিচালনায় নারীর অংশ গ্রহণ নিশ্চিত করতে নারীদের জন্য.৩টি স্ংসদ সদস্যপদ সংরক্ষিত রাখেন । মন্ত্রী পরিষদেও নারী সদস্য রেখেছিলেন ।

বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ আজ নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নের পথে এগিয়ে চলেছে। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল। আমাদের জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার । বিভিন্ন মন্ত্রণালয়ে জেন্ডার রেসপন্সিভ বাজেট প্রণয়নসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তৃণমূল পর্যায়ের নারীদের আত্মকর্মসংস্থানমূলক কর্মে অন্তর্ভুক্ত করা হচ্ছে। হ্রাস পাচ্ছে নারীর দারিদ্র্য। জাতীয় অর্থনীতিতে বৃদ্ধি পাচ্ছে নারীর অংশগ্রহণ।

কর্মক্ষেত্রে নারীদের জন্য নির্বিঘ্নে কাজ করার পরিবেশ তৈরি করা হয়েছে। দেশে নারী ও শিশুদের সুরক্ষায় রয়েছে কঠোর আইন এবং আইনের প্রয়োগ। রাষ্ট্র পরিচালনা, রাজনীতি, কূটনীতি, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়, অর্থনীতি, সাংবাদিকতা, তথ্যপ্রযুক্তি, শিল্প-সাহিত্য, খেলাধুলা প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে এদেশের নারীদের রয়েছে ব্যাপক পরিচিতি। চিকিৎসা, রাজনীতি, মানবাধিকার রক্ষা, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, খেলাধুলা, এভারেস্ট বিজয়সহ বিভিন্ন ক্ষেত্রে এদেশের মেয়েরা অর্জন করেছে আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মাননা।

জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের নারী উন্নয়নের ভূয়সী প্রশংসা করছে। বাংলাদেশ জাতিসংঘের এমডিজি অ্যাওয়ার্ড, সাউথ-সাউথ অ্যাওয়ার্ড, প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন, এজেন্ট অভ্ চেঞ্জ, ইউনেস্কোর ‘পিস ট্রি’ এবং গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে ।

এদেশের নারী পুরুষের যৌথ প্রচেষ্টায় রূপকল্প ২০২১ বাস্তবায়ন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনসহ ২০৪১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে বাংলাদেশে উত্তরণ ঘটবে । বিনির্মাণ হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২২’- সফল হউক।

‘বিচ্ছুরণের আলোয় যখন দ্বিগুণ তুমি জ্বলছো, এই পৃথিবীর কোথাও তুমি বাংলার কথা বলছো ।

যখন দেয়ালে পিঠ ঠেকলে ঠিক ঘুরে তুমি দাড়াচ্ছ, এই পৃথিবীর কোথাও তুমি বাংলার ছবি আঁকছ ।

যখন ওয়াসফিয়া থেকে সাকিব কিংবা নিশাতের কথা বলছো, এই পৃথিবীর কোথাও তুমি বিজয় পতাকা তুলছো । ‘

 

লেখকঃ স্কোয়াড্রন লীডার (অব) সাদরুল আহমেদ খান, সাবেক ডেপুটি সার্জেন্ট-অ্যাট- আর্মস, সদস্য অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin