স্টাফ রিপোর্ট:
বুয়েটের ছাত্র আবরার হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার কার্যকরের দাবীতে রবিবার সিলেটের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে মানববন্ধন করেছে সিলেটের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। মানববন্ধনে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থইস্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাকিব, সুমিত, মেহরাব ও মিত্রা, মেট্রোপলিটন ইউনিভার্সিটির আল-আমিন, নির্ঝর প্রকাশ এবং নর্থইস্ট ইউনিভার্সিটির উত্তম কাব্যসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বক্তারা তাদের চারটি দাবীর কথা তোলে ধরেন। দাবীগুলো হলো, আবরারসহ সকল হত্যার বিচার দ্রুত কার্যকর করা, সর্বসাধারণের বাক-স্বাধীনতা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়গুলোতে স্বায়ত্তশাসন নিশ্চিত করা ও ক্যাম্পাসে দলীয় দখল দারিত্ব ও শক্তি প্রদর্শন বন্ধ করা।