শুভ প্রতিদিন ডেস্ক:
এবারও বিনা প্রতিদ্বন্দ্বীতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
গতকাল শনিবার শেষদিন পর্যন্ত সিলেট বিভাগ থেকে তিনি ছাড়া আর কেউ এ পদের জন্য মনোনয়ন না তোলায় পরিচালক পদে নাদেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
এবার নিয়ে টানা তিনবার বিসিবির পরিচালক হয়ে হ্যাটট্রিক করছেন তিনি। বিসিবিতে সিলেট বিভাগীয় পরিচালকের পদ সৃষ্টির পর এর আগে কেউ তিনবার পরিচালক নির্বাচিত হননি।
এর আগে বিভিন্ন সময় সিলেট বিভাগ থেকে বিসিবির পরিচালক ছিলেন ইফতেখার হোসেন শামীম (মরহুম), ইমরান আহমদ ও আব্দুল কাইয়ূম চৌধুরী। আগামীকাল সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিন।
নির্বাচন ৬ অক্টোবর। ১৭১ জন কাউন্সিলরের (ভোটার) মধ্যে তিনটি ক্যাটাগরিতে ২৩টি পরিচালক পদে লড়বেন ৩২ জন।