শুভ প্রতিদিন ডেস্ক :
জালালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমির আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন এবং যুগ্ন-সাধারণ সম্পাদক সাঈদ আহমদ চৌধুরী।
রবিবার (১৫ মে) বাদ আছর আমির আলীর কবর জিয়ারত শেষে শোকসন্ত্রপ্ত পরিবারকে সান্তনা দিতে উনার বাসায় যান দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি শাহীন শাহ, যুগ্ন-সাধারণ সম্পাদক সাঈদ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম জাবেদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহমদ, রুমেল আলী, জেলা তাতীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আলী, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, জালালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক – আতিক আহমদ, সহ- সভাপতি- লায়েক আহমদ, যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, রুহেল আহমদ, জালালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক লোকমান আহমদ, কামাল আহমদ, সেজু আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মীর মতিউর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ৯টায় আকস্মিকভাবে স্ট্রোক করে ইন্তেকাল করেন আমীর আলী। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।