বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ন


আমি কেন পলিটিক্সের শিকার : পূর্ণিমা

আমি কেন পলিটিক্সের শিকার : পূর্ণিমা

পূর্ণিমা

শেয়ার বোতাম এখানে

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র অঙ্গনের পলিটিক্সের কারণে সিনেমা থেকে বাদ পড়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। শিগগিরই এই বিষয়ে মুখ খুলবেন তিনি। ক্যারিয়ারের ২৫ বছরের মাথায় নায়িকার এমন মন্তব্য চলচ্চিত্রাঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি করেছে।

পূর্ণিমা জানান, বিষয়টি নিয়ে আমি আলাদা একটা অনুষ্ঠান করব। সেখানেই সব বলব। আমি কেন পলিটিক্সের শিকার হয়েছি, আর কারা আমাকে এই পলিটিক্সের মধ্যে ফেলেছে? তাদের সবার নাম আমি বলব। এজন্য আপনাদের কদিন অপেক্ষা করতে হবে।

সম্প্রতি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে পূর্ণিমা বলেন, চলচ্চিত্র কমে আসছে। অনেক শিল্পী ঘরে বসে গেছেন। অনেক গুণী শিল্পী মারা গেছেন।

নায়িকা বলেন, রাজনীতি তো আছেই। কিছু না কিছু পলিটিক্সের কারণে অনেকেই ছবির কাজ পায়নি। আমিও পলিটিক্সের শিকার! আমিও কয়েকটি ছবি থেকে বাদ পড়েছি। পলিটিক্স ছিল বলেই এটা হয়েছে। কিছু বলার নেই। ছবি কমে গেছে। এফডিসিও এখন ছোট হয়ে আসছে।

বড় পর্দায় কাজ কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, বড় পর্দায় যে ছবিগুলো হচ্ছে বা যে গল্পগুলো হচ্ছে হয়তো আমার সময় অনুযায়ী, আমার ২৫ বছরের যে ক্যারিয়ার, সে অনুযায়ী যে চরিত্র থাকা দরকার। সে রকম ভালো চরিত্রের অফার আসে না। সেজন্য আমি কাজগুলো কম করছি। যেসব ছবি হচ্ছে আমি হয়তো ম্যাচ করতে পারছি না।

এ সময় ওটিটি প্লাটফর্মে কাজ করা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, কিছু গল্পে আছে, যেখানে হয়তো কিছু আপত্তিকর দৃশ্য অভিনয় করতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো আপত্তিকর দৃশ্যে কাজ করতে পারবো না। ওটিটিতে যেহেতু সেন্সরের কিছু নেই, দেখা গেল ওই গল্পের জন্য দৃশ্যটা খুবই জরুরি ছিল। এমন সব গল্প আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে। পরে হয়তো আরও ভালো কোনো অভিনেত্রীকে তারা নিয়ে নিচ্ছে। এ কারণে আমি মনে করি, এটা আমারই ব্যক্তিগত সমস্যা।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin