তীব্র গরমে গত দুই-তিন দিন ধরে আবার অস্থির হয়ে উঠেছে জনজীবন। বিশেষ করে ঢাকার তাপমাত্রা ক্রমেই বেড়ে চলেছে। কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় ঢাকায় গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে বলে জানান আবহাওয়া অফিসের আবহাওয়াবিদরা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ টি এম রুহুল কুদ্দুস বলেন, ‘বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়া এই ভ্যাপসা গরম শুরু হয়েছে। বৃষ্টি না হলে বায়ুমণ্ডলও ঠান্ডা হবে না। বৃষ্টির পরেই তাপমাত্রা কমবে। আবহাওয়ার এ অবস্থা আরও অন্তত দুই থেকে তিনদিন বিরাজ করতে পারে।’
আবহাওয়া অফিস জানায়, বর্তমানে খুলনা অঞ্চলে বেশি তাপমাত্রা বিরাজ করছে। খুলনা অঞ্চলে বর্তমানে মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যশোরে রোববার দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। পশ্চিম লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ হয়ে পশ্চিম বঙ্গ থেকে উত্তর পূর্ব-বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।