চার এপ্রিল পর্যন্ত সিলেটের সব মার্কেট বিপণিবিতান বন্ধ থাকবে। আজ শুক্রবার এমন সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া, সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক নাজমুল হক এমন তথ্য নিশ্চিত করেছেন।
ব্যবসায়ী নেতারা জানান, করোনাভাইরাসের কারণে সকল মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহিত হয় ২৭ মার্চ পর্যন্ত। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
এতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, ফার্মেসি এসব সরকারি নির্দেশনা অনুসারে খোলা থাকবে।