স্টাফ রিপোর্টার :
জমকালো ও আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এবং দেশের বরেণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দৈনিক শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়ছল আহমদ মুন্না’র বৌভাতের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গত ১৭ জুলাই বুধবার বিকেলে সিলেটের অভিজাত কমিউনিটি সেন্টার কুশিয়ারা কনভেশন হলে দেশের বরেণ্য ব্যক্তিবর্গ, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষদের আগমণে এ বৌভাতের প্রীতিভোজ সম্পন্ন হয়। বুধবার দুপুর থেকে শুরু হয় বৌভাত অনুষ্ঠান। সেন্টারে সুসজ্জিত আসরে বধূ জাকিয়া তাসনিনকে নিয়ে পাশাপাশি বসেছিলেন তিনি। আমন্ত্রিত অতিথিরা আপ্যায়ন শেষে নব দম্পতির সাথে ড্রোন ক্যামেরার পাশাপাশি ফটোগ্রাফারদের ক্যামেরায়ও বন্দি হন সবাই।
বৌভাত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী, সনাক সিলেটের সভাপতি প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম, সিলেট মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়ছল মাহমুদ, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সিলেট শাখার সভাপতি অধ্যাপক ডা. রোকন উদ্দিন আহমদ, কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম সুয়েব, জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট লালা, সিলেট সিটি করপোরেশন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল, দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, সিলেট জেলা পরিষদ সদস্য এ জেড রওশন জেবীন রুবা, হাসিনা বেগম, সিলেট সিটি করপোরেশন কাউন্সিলর মো. সিকন্দর আলী, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান পাপলু চৌধুরী, দক্ষিণ সুরমা মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন আক্তার কলি, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, বিয়ানী বজার সদর ইউপির চেয়ারম্যান মাসুক আহমদ, জালালাবাদ এসোসিয়েশন রিয়াদ শাখার সভাপতি কাপ্তান হোসেন, মহানগন শ্রমিকলীগ সভাপতি শাহরিয়ার কবির সেলিম, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শাওন প্রমূখ। এছাড়া বৌভাত অনুষ্ঠানে আরও উপস্থিত হয়েছিলেন গণমাধ্যমের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার স্বনামধন্য ব্যক্তিবর্গ।
মঙ্গলবার রাতে নগরীর হোটেল নির্ভানা ইন পার্টি সেন্টারে মুন্না ও জাকিয়ার গায়ে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়। গায়ে হলুদেও রাতভর ছিলো মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
এরআগে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার মাহবুবুর রহমানের মেয়ে জাকিয়া তাসনিমের সাথে ফয়ছল আহমদ মুন্নার আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়। জাকিয়া তাসনিম যুক্তরাষ্ট্রের মিশিগান সিটির একটি কোম্পানিতে ম্যানেজার হিসাবে কর্মরত রয়েছেন। আর ফয়ছল আহমদ মুন্না দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা হাজীগঞ্জ শাদতপুর গ্রামের মৃত আপ্তাব আলী ও জাহানারা বেগম দম্পতির পুত্র। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পেশায় নিয়োজিত রয়েছেন।
সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মুন্না বর্তমানে দৈনিক শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ও চ্যানেল আই ইউরোপের সিলেট প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এরআগে তিনি যমুনা টেলিভিশন, একুশে টেলিভিশন ও দৈনিক সবুজ সিলেটে কাজ করেছেন।
ফয়ছল আহমদ মুন্না তাদের নতুন জীবনের সুচনাতে সকলের কাছে দোআ কামনা করেন। এছাড়া সময় সল্পতার কারণে অনেককেই দাওয়াত পৌছাতে পারেননি বলে দু:খ প্রকাশ করেন।