বিশ্বনাথ প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আওয়ামী লীগের লোকেরা দেশ থেকে সরকারি জিনিসপত্র ও টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে, বাড়ি বানাচ্ছে এবং গাড়ী করতেছে। আর আমাদের বিএনপি লোকজন বিদেশে গিয়ে রোজগার করে সেই টাকা দিয়ে মানুষের পাশে দাড়াচ্ছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও জনগণের পাশে নেই।
বৃহত্তর সিলেটে বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে উঠেছে। আর বর্তমান সরকার পদ্মাসেতুর উৎসব করে। সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষের জন্য সরকার বরাদ্ধ করে মাত্র ৬০ লক্ষ টাকা। আর পদ্মাসেতু উদ্বোধনে নাচ-গানের জন্য খরচ করে ফেলেছে দু’শ কোটি টাকা। এরকম দু’চারটি পদ্মাসেতু করে আর ক্ষমতায় থাকা যাবেনা।
তিনি বলেন, আজ মানুষ ভোটের অধিকার হারিয়েছে, বাচাঁর অধিকারও নেই। একটি লুটতরাজের দেশে পরিনত করছে সরকার।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগন থেকে বিচ্ছিন্ন। এই বন্যায়ও নামমাত্র ত্রাণ বিতরণ করে প্রচারণা করছে। আর বিএনপি নিরবে বন্যার্তদের পাশে দাড়িয়েছে। তিনি বলেন, বিএনপি জনগনের দল, ক্ষমতায় না থাকলেও আজীবন জনগনের কল্যাণে কাজ করে যাবে। এম ইলিয়াস আলী গুম থাকলেও তার পরিবার বন্যার্ত মানুষের পাশে আছে এবং থাকবে।
তিনি মঙ্গলবার বিকেলে বিশ্বনাথ পৌর সভার ৯টি ওয়ার্ডে তারেক রহমান সাইবার দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি তার বক্তব্যে বলেন, বিনা ভোটের অবৈধ প্রধানমন্ত্রী বলেছেন জনগণের কোনো দরকার নেই, তার ক্ষমতার দরকার। এই প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী নন।
সুতারাং দেশে ১০০টি ২০০টি পদ্মা সেতু করে কোনো লাভ নেই শেখ হাসিনা। কারণ আপনি দিনের ভোট রাতে নিয়ে এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। এভাবে ১৪ বছর ক্ষমতায় থাকলে দেশে কিছু না কিছু উন্নয়ন হয়। জেলে থাকা কুখ্যাত অপরাধি উকিল গাজী আর সিরিয়াল খিলাড় তাজুলও এরকম ১৪ বছর ক্ষমতায় থাকলে দু’চারটা পদ্মা সেতুতো করবেই। এই পদ্মা সেতু দেখিয়ে অন্যায় ভাবে ক্ষমতায় থাকা যাবেনা। তাই তিনি আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতায় থেকে নামানোর জন্য উপস্থিত নেতাকর্মীদের বলেন।
পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই’র সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ এবং গোবিন্দ মালাকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, তারেক রহমান সাইবার দলের সাধারণ সম্পাদীকা ফৌজিয়া খিলজী সুহেলী, ঢাকা মহানগর (দক্ষিণ) সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাকি বিল্লা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান, সিলেট জেলা সেচ্ছাসেবক দল নেতা আব্দুল আহাদ খান জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শামছুল ইসলাম।