আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে শান্তি ফেরাতে আসন্ন ২৮-২৯ অক্টোবর ফের একটি শান্তি আলোচনায় অংশ নিতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর ডেইলি সাবাহর।
এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ের এরদোগানের ফোনালাপ হয়েছে। এ বিষয়ে টুইটারে একটি পোস্ট করেছেন জেলেনস্কি। তিনি লিখেছেন, পরবর্তী শান্তি আলোচনা সম্পর্কে আমরা কথা বলেছি।
ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র মাল্টা এর আয়োজন করতে যাচ্ছে। এ শান্তি আলোচনায় ইউক্রেনের বিভিন্ন বন্ধু রাষ্ট্রগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা উপস্থিত থাকবেন।
এ বছরের জুনে কোপেনহেগেন ও আগস্টে জেদ্দায় ইউক্রেন শান্তি আলোচনা হয়েছিল। আগস্টের শান্তি আলোচনায় চীন, ভারত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রায় ৪০ প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য কাজ করা সবচেয়ে সক্রিয় দেশগুলোর মধ্যে তুরস্ক অন্যতম। রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে যুদ্ধ শেষ করার জন্য তুরস্ক তার প্রচেষ্টার জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেছে।