শুভ প্রতিদিন ডেস্কঃ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেনে বিশেষ অভিযানের নামে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। চলমান এই সংঘর্ষে বহু মানুষ হতাহতের খবর পাওয়া গিয়েছে। এরই মধ্যে এক ঘটনা প্রমাণ করে পুতিন কতটা আগ্রাসী। ইউক্রেনকে পুরোপুরি দখলে ব্যর্থ হওয়ায় ৮ রুশ জেনারেলকে বরখাস্ত করেছে রাশিয়া।
মেট্রো নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বরখাস্ত করার পর রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান ওলেস্কি ড্যানিলভ রণকৌশল পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। ইউক্রেনীয়দের প্রতিরোধ কৌশল সম্পর্কে সঠিক তথ্য দিতে না পারায় প্রেসিডেন্ট পুতিন তার গোয়েন্দা সংস্থার ওপর ভীষণ ক্ষুব্ধ হয়েছেন।
রাশিয়া আশা করেছিল ইউক্রেনের সেনাবাহিনী রণে ভঙ্গ দিয়ে পালাবে। কিন্তু বাস্তবে রুশ সেনাবাহিনীর ট্যাংক বহরের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে তারা।
শীর্ষ জেনারেলদের বরখাস্ত করার কারণ হচ্ছে তাদের ব্যর্থ বুদ্ধিমত্তা এবং দুর্বল কৌশলের কারণে ইউক্রেনের যুদ্ধের শুরুর দিনগুলিতে রুশ সেনাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়।
ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তার সাবেক কর্মকর্তা ফিলিপ ইনগ্রাম বলেছেন, পুতিন স্পষ্টতই খুব রাগান্বিত এবং তার গোয়েন্দা সংস্থাগুলোর দুর্বল সিদ্ধান্তে রাশিয়া তার আক্রমণে প্রত্যাশার চেয়ে অনেক বেশি হতাহতের শিকার হয়েছে, যা গত দুই সপ্তাহ ধরে চলছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।