বিয়ানীবাজার প্রতিনিধি:
ইউনাইটেড বিয়ানীবাজার ইউকে’র উদ্যোগে মহামারী করোনা ও পবিত্র রমজান উপলক্ষে উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হচ্ছে।
এ ধারাবাহিকতায় আজ শনিবার (১৬ মে) দুপুর ১২ টায় বিয়ানীবাজার পৌরসভার হলরুমে অনুষ্ঠানিকভাবে ৩৫ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এই অর্থ প্রদান করা হয়।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আব্দুস শুকুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা লুকু চৌধুরী,
বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মুকিত মুহাম্মদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, প্রবাসী এবাদ আহমদ, মিছবা উদ্দিন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান আফজল, পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল হাছিব খোকন ও ছাব্বির আহমদ প্রমুখ।