রিয়ান মাসুম :
ইউনাইটেড হ্যান্ড ট্রাস্টের উদ্যোগে ২ দিন ব্যাপী বিনামূল্যে চক্ষুশিবির উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন করেন ট্রাস্টের সভাপতি আজিজুর রহমান ও সহসভাপতি রমজান আলী।
লন্ডন প্রবাসী কামরুজ্জামান শুহেবের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন জামাল উদ্দিন(কোষাধক্ষ্য), আব্দুল আলীম রুমন (মিডিয়া সমন্বয়কারী), আনোয়ার হুসেন, আজিজুর রহমান(আজিজ), মতিউর রহমান(মতিন), মুজিবুর রহমান, রমজান আলী, সাইফ উদ্দিন (শাহান), জাকির আহমেদ (শাহেল), শেখ শারাফ আহমেদ(সুজন), ফারহান লয়লু খাঁন, মো. জামাল উদ্দিন, আক্তারুজ্জামান রুমেল, মুহিবুজ্জামান রেজা, মনিরুজ্জামান (রাজু), আব্দুল মুকিত আহমেদ, আব্দুল আলীম আহমেদ রুমন, জাহিদ মিয়া, রাসেল আহমেদ, আবিদুর রহমান, আশিকুর রহমান, রাহিদ আহমেদ, জাহিদ আলী, সাদেক মিয়া, নাসির উদ্দিন প্রমুখ।
এ সময় চক্ষু শিবিরে বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষা শেষে চোখের ছানিপড়া ৩৪৫ জন ও চোখের নেত্রনালী (ডিসিআর) ৫৫ জন রোগীকে অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়।