রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:২৯ পূর্বাহ্ন


‘ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি মানুষের জীবনকে সহজ করেছে: বিভাগীয় কমিশনার

‘ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি মানুষের জীবনকে সহজ করেছে: বিভাগীয় কমিশনার


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:
সারা দেশের ন্যায় সিলেটেও ডিজিটাল বাংলাদেশ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন হয়েছে। ‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’- এই ¯েলাগানে সিলেটে ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেটি জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। এরপর আলোচনা সভায় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেছেন ‘ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি মানুষের জীবনকে আরো সহজ করেছে। তথ্যপ্রযুক্তির এই যুগে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে সেবা প্রদানের মান আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।’ এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন , সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, শাবিপ্রবির সিএসই বিভাগের প্রধান ফরহাদ রাব্বি ও সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের শোয়েব। এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মীর মো. মাহবুবুর রহমান, সিলেট বিভাগীয় সমাজসেবা পরিচালক সন্দ্বীপ কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাসির উল্লা খান, জেলা প্রশাস্পনের এডিএম মোহাম্মদ আবুল কালাম, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ইসরাত জাহান পান্না, সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ প্রমুখ। বক্তারা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের বিভিন্ন প্রকল্প ও এর সুফলের কথা তুলে ধরেন। এছাড়াও বিকেলে নগরীর জেলা স্টেডিয়ামে ‘কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ’-এ সংগীত পরিবেশন করবেন ‘জলের গান’সহ স্থানীয় শিল্পীরা।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin