সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:০০ অপরাহ্ন


উইকেট না পেয়েও ক্রিকেট বিশ্বের প্রশংসায় ভাসছেন ফিজ

উইকেট না পেয়েও ক্রিকেট বিশ্বের প্রশংসায় ভাসছেন ফিজ


শেয়ার বোতাম এখানে

খেলাধুলা ডেস্ক:

দম্ভ চূর্ণ করে দুই ম্যাচ বাকি থাকতেই অজিদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। নতুন ইতিহাস গড়ে টাইগাররা যখন প্রশংসায় ভাসছে তখন কোনো উইকেট না পেয়েও আলাদা করে আলো কেড়ে নিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। পুরো ম্যাচজুড়ে মোস্তাফিজের ৪ ওভারে ১৫টিই ছিল ডট বল। মোস্তাফিজের এই স্পেল আন্তর্জাতিক গণমাধ্যমে এখন টপ-ট্রেন্ডিং বিষয়। পুরো ম্যাচে কোনো উইকেট শিকার না করলেও তার ওই ডট বলগুলো বাংলাদেশের এই অনবদ্য অর্জনে বিশেষ ভূমিকা রেখেছিল।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো তাদের টুইটে, মোস্তাফিজের প্রতি বিস্ময় প্রকাশ করে বলেছে, ১৯তম ওভারই মূলত বাংলাদেশকে জিতিয়েছে। কোনো উইকেট না নিয়েও একটি ম্যাচে কীভাবে মাস্টারক্লাস হতে হয় তার উদাহরণ মোস্তাফিজ।

আর এপির একটি খবরে মোস্তাফিজের প্রশংসা করে বলা হয়েছে, মোস্তাফিজের কাটার ও স্লো ডেলিভারির কারণেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যনরা বিভ্রান্ত হয়েছেন। তারা বলেছে, মূলত তার বোলিং ইকোনোমির কারণেই ম্যাচটি জিতেছে বাংলাদেশ।

আর আইসিসি বলেছে, ম্যাচের সবচেয়ে চুম্বক ওভারে মোস্তাফিজ মাত্র এক রান দিয়ে অস্ট্রেলিয়াকে হারের দিকে ঠেলে দিয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin