বিশ্বনাথ প্রতিনিধি
‘কৌতুহলে মাদক নিলে জীবন হবে অর্থহীন, পরিবারে নেমে আসবে দূর্দশা আর সীমাহীন’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটের উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজে মাদক বিরোধী গণসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে রামপাশা ইউনিয়নের উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ নেছার আহমদের সভাপতিত্বে ও আইসিটি প্রভাষক মাহমুদা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উক্ত কলেজের গভর্নিং বডির সভাপতি ও মানব পাচার অপরাধ ট্রাইব্যুনাল সিলেটের স্পেশাল পিপি শাহ মোশাহিদ আলী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার ওসি তদন্ত জাহেদুর রহমান, রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, সহকারি অধ্যাপক আব্দুর রশীদ মন্ডল, প্রভাষক ইলিয়াসুর রহমান ও থানার এসআই জয়ন্ত সরকার। সভায় আরও বক্তব্য রাখেন, কলেজের স্মাতক ৩য় বর্ষের ছাত্র লায়েক হাসান অভি, একাদশ শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার।
এর আগে পবিত্র কোরআর থেকে তেলাওয়াত করেন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী কাওছার আহমদ, গীতা পাঠ করেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী শান্তা দাশ। এসময় শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান কলেজের অধ্যক্ষ নেছার আহমদ।
এসময় বক্তারা বলেন, মাদকদ্রব্য সেবনের অভ্যাসটি যখন একজন ব্যক্তির নেশায় পরিণত হয়, তখন তাঁর মানসিক ও শারীরিক নিভ্রতার অবলম্বনে পরিণত হয়। নেশাজাতীয় দ্রব্যের প্রতি ক্রমাগত আকর্ষণ বৃদ্ধি পায়। নেশা তার সব মনোযোগ কেড়ে নেয়। আমাদের দেশে কিশোর ও তরুণদের মধ্যে মাদকদ্রব্য গ্রহণের প্রবণতা ব্যাপকভাবে বেড়ে চলেছে। মাদকাসক্তের সংখ্যা দিন দিন বাড়ছে। মাদক পাচার ও মাদকাসক্তির হার কমানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। সরকারের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল করা সম্ভব।