আলিম উদ্দিন রানা :
দেশে যখন করোনা ভাইরাস মহামারী আকার ধারন করেছে হতদরিদ্ররা যখন কর্ম অভাবে দিশাহারা ঠিক তখনই উদয়ন যুব সংঘ উদ্যোগে হতদরিদ্র মানুষদেরকে চাল, ডাল, আলু, লবণ, সাবান ও তেল বিতরণ করে সংঘঠনটি।
এ ব্যাপারে উদয়ন যুব সংঘের কার্যকারী কমিটির সদস্য কাওছার খান বলেন, আমাদের সামাজিক যুব সংগটন কয়েক ধাপে খাবার সামগ্রী বিতরন করে আসছে। প্রথম ধাপে ২০০ পরিবারকে ১০ কেজি করে খাবার সামগ্রী ও ২য় ধাপে ১০০ জন হতদরিদ্র মানুষকে এক হাজার টাকা করে দেওয়া হয়েছে। ৩য় ধাপে ১ হাজার জন ছিন্নমূল অসহায় মানুষকে রান্না করা খাবার বিতরন করেছি।
আমরা আমাদের সংঘটনের পক্ষথেকে আগামীতেও এ কার্যকম চলমান রাকবো ইনশাআল্লাহ ।
ত্রান সামগ্রী বিতরনের সময় উপস্থিতি ছিলেন, উদয়ন যুব সংঘ’র সহ-সভাপতি মাসুক আহমদ, সাধারন সমপাদক: আবদুল ওয়াদুদ চৌ জাকির, সায়েল, সাকের, জাকারিয়া, রুমন, আরিফ, হাচিম, শেখ সাকিব, এস এম রুমেল, শেখ সাইদ, ফাহাদ, মাসরুর, শরিফ, দিলাল, সৈয়দ, সায়মন, মুকিত আহমদ, নাইম, বাবুল, রাসেল প্রমুখ।