রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন


উদয়ন যুব সংঘ’র উদ্যোগে অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

উদয়ন যুব সংঘ’র উদ্যোগে অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ


শেয়ার বোতাম এখানে

আলিম উদ্দিন রানা :

দেশে যখন করোনা ভাইরাস মহামারী আকার ধারন করেছে হতদরিদ্ররা যখন কর্ম অভাবে দিশাহারা ঠিক তখনই উদয়ন যুব সংঘ উদ্যোগে হতদরিদ্র মানুষদেরকে চাল, ডাল, আলু, লবণ, সাবান ও তেল বিতরণ করে সংঘঠনটি।

এ ব্যাপারে উদয়ন যুব সংঘের কার্যকারী কমিটির সদস্য কাওছার খান বলেন, আমাদের সামাজিক যুব সংগটন কয়েক ধাপে খাবার সামগ্রী বিতরন করে আসছে। প্রথম ধাপে ২০০ পরিবারকে ১০ কেজি করে খাবার সামগ্রী ও ২য় ধাপে ১০০ জন হতদরিদ্র মানুষকে এক হাজার টাকা করে দেওয়া হয়েছে। ৩য় ধাপে ১ হাজার জন ছিন্নমূল অসহায় মানুষকে রান্না করা খাবার বিতরন করেছি।

আমরা আমাদের সংঘটনের পক্ষথেকে আগামীতেও এ কার্যকম চলমান রাকবো ইনশাআল্লাহ ।

ত্রান সামগ্রী বিতরনের সময় উপস্থিতি ছিলেন, উদয়ন যুব সংঘ’র সহ-সভাপতি মাসুক আহমদ, সাধারন সমপাদক: আবদুল ওয়াদুদ চৌ জাকির, সায়েল, সাকের, জাকারিয়া, রুমন, আরিফ, হাচিম, শেখ সাকিব, এস এম রুমেল, শেখ সাইদ, ফাহাদ, মাসরুর, শরিফ, দিলাল, সৈয়দ, সায়মন, মুকিত আহমদ, নাইম, বাবুল, রাসেল প্রমুখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin