সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন


উপজেলা আওয়ামী লীগের কাছে ফের প্রত্যাখাত শিক্ষামন্ত্রী

উপজেলা আওয়ামী লীগের কাছে ফের প্রত্যাখাত শিক্ষামন্ত্রী


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতদিন ডেস্ক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আবারো প্রত্যাখাত গোলাপগঞ্জ উপজেলার নেতাকর্মীর কাছে।  নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠকে বসার পরিবেশ তৈরি করতে বারবার ব্যর্থ হচ্ছেন তিনি।  সর্বশেষ শনিবারও হতাশ হয়েছেন তিনি। গোলাপগঞ্জ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাদের নিয়ে বৈঠক আহবান করেন শিক্ষামন্ত্রী নাহিদ। গুটিকয়েক নেতা ছাড়া তার ডাকে সাড়া দেননি উপজেলা আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী। কিছু দিন আগে নাহিদের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী তার বাড়িতে মতবিনিময় সভার আয়োজন করলেও বেশিরভাগ নেতাকর্মী সভায় যাননি। জানা গেছে, সিলেট -৬ আসনে বর্তমান সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে একাট্টা খোদ তার নিজ উপজেলার অাওয়ামী লীগ নেতাকর্মীরা। এখবর কেন্দ্র পর্যন্ত ছড়ালে আসন্ন সংসদ নির্বাচনে ওই আসনে বিকল্পধারার শমসের মুবিনকে প্রার্থী দেওয়ার গুঞ্জন ওঠে। তাই এ অবস্থায় নেতকর্মীদের ঐক্যবদ্ধ করতে ঝটিকা সফরে শনিবার সিলেট সফরে আসেন শিক্ষামন্ত্রী নাহিদ। সূত্র জানায়, নিজ নির্বাচনী এলাকায় দলের ভেতরের বিভেদ ঘুচাতে শেষ সময়ে এসে উদ্যোগী হয়েছেন সিলেট-৬ আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার দুপুরে বিমান যোগে সিলেট আসেন তিনি। তাকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী সহ নেতৃবৃন্দ । এদিকে উপজেলা ও সকল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক করার কথা থাকলেও কয়েকজন নেতাকর্মীদের নিয়ে বিকেলেই নগরীর ফরচুন গার্টেনে সভায় বসেন নাহিদ। সকল পর্যায়ের নেতাকর্মী না থাকায় এ বৈঠকে তেমন ফলপ্রসূ আলোচনা হয়নি বলে সূত্র জানায়। এদিকে শিক্ষামন্ত্রীর আহবানে সাড়া না দিয়ে সভা বয়কট করেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অধিকাংশ নেতা। এদের মধ্যে রয়েছন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক শরফ উদ্দিন, ত্রাণ বিষয়ক সম্পাদক আবুল লেইছ, ক্রীড়া বিষয়ক সম্পাদক কামাল পারভেজ, সাহিত্য সম্পাদক ইমাম উদ্দিন, সদস্য জগলুল আহমদ চৌধুরী, মঈন উদ্দিন, রুকন আহমদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, ল²ীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মছলু, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মখলিছুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল হানিফ খান ও এনাম আহমদ, ঢাকা দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বশর মো. ছদরুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ালীগের সভাপতি রফিক আহমদ, সাধারণ সম্পাদক মস্তাক উুদ্দন কামাল, আমুড়া ইউনিয়িন আওয়ামী লীগের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক বদরুল হক। ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ ছালিক, শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কবিরুলসহ অনেকে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin