খেলা ডেস্ক :
বিশ্বকাপের মতো বড় মঞ্চে কে না চায় আলো ছড়াতে। তাই বলে এত দ্রুতই? ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেটের দেখা পেয়েছেন দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির।
স্বাগতিক ইংল্যান্ডের দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার জনি বেয়ারেস্টোকে উইকেটের পেছনে ডি ককের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান তাহির। তার এই দুর্দান্ত ডেলিভারিতে পরাস্ত হয়ে এক রানের মাথায় প্রথম উইকেট হারায় ইংল্যান্ড।
তবে জো রুট ও জেসন রয়ের ক্ষুরধার ব্যাটিংয়ে সহজেই বেয়ারেস্টোকে হারানোর ধাক্কা সামলে নিয়েছে স্বাগতিকরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১০ ওভারে এক উইকেট হারিয়ে ৬৬ রান।