আসন্ন ক্রিকেট বিশ্বকাপে অন্যতম ফেভারিট ইংল্যান্ড। স্বাগতিক দেশ হওয়ার পাশাপাশি শক্তিশালী দল নিয়েই তারা বিশ্বকাপের মঞ্চে নামছে। তবে বিশ্বকাপ ইংল্যান্ডের জন্য বরাবরই এক আক্ষেপের নাম। তিনবার ফাইনালে উঠে তিনবারই রানার্সআপ। এবার সেই আক্ষেপ ঘোচার সম্ভাবনা নতুনভাবে তৈরি হয়েছে।
ইংলিশদের বিশ্বকাপ রেকর্ড
১৯৭৫ : সেমিফাইনাল
১৯৭৯ : রানার্সআপ
১৯৮৩ : সেমিফাইনাল
১৯৮৭ : রানার্সআপ
১৯৯২ : রানার্সআপ
১৯৯৬ : কোয়ার্টার ফাইনাল
১৯৯৯ : গ্রুপপর্ব
২০০৩ : গ্রুপপর্ব
২০০৭ : সুপার এইট
২০১১ : কোয়ার্টার ফাইনাল
২০১৫: দ্বিতীয় রাউন্ড।