শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবিদ মো: লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার আবু জাফর রাজু।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, লুৎফুর রহমানের মৃত্যুতে সিলেটবাসী এক নিঃস্বার্থ অভিভাবককে হারালো। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের এক অপূরণীয় ক্ষতি হলো।
শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।