সিলেট নগরীতে এনআরবি ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশন এর ২৭ টি ওয়ার্ডে ৪ হাজার পরিবারের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এনআরবি ব্যাংক এর পক্ষে ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির (সিআইপি) সিলেট সিটি মেয়র আরিফুল হকের কাছে এসব ঈদ সামগ্রী তুলে দেন। এসময় উপস্তিত ছিলেন এনআরবি ব্যাংকের সিলেট রিজনাল প্রধান প্রশান্ত কুমার সিং ও সিলেট লালদিঘীরপাড় শাখার প্রধান পীযুষ কুমার সরকার। এছাড়া সিটি কর্পোরেশন সকল কাউন্সিলর বৃন্দ।
এসময় এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির (সিআইপি) বলেন, ব্যাংক সেবার পাশাপাশি আর্ত্মমানবতার সেবায় দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে এনআরবি ব্যাংক। আজীবন এনআরবি ব্যাংক মানুষের দূর্দিনে-সুদিনে মানুষের পাশে থাকবে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক বলেন, সিলেটে ভয়াবহ বন্যায় বিপযর্স্ত সিলেট নগরী। আগামী বন্যা মোকাবিলায় কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, এনআরবি ব্যাংক মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। তাদের এ মানবিকতা মানুষ মনে রাখবে। বিজ্ঞপ্তি