এন আর বি ব্যাংক লিমিটেড ও সিলেট পল্লি বিদ্যুৎ সমিতি ১ এর সহযোগিতায় বালিঙ্গাঁ বাজার এজেন্ট শাখার মাধ্যমে বিদ্যুৎ বিল আদায় এর জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট পল্লি বিদ্যুৎ সমিতি ১ এর জি এম প্রকোঃ এস এম হাসনাত হোসেন, এজি এম আবুল হোসেন, এজি এম প্রশাসন বেলাল হোসেন, হিসাব রক্ষক রতন কুমার আচার্জী, এন আর বি ব্যাংক লিমিটেড কাষ্টার হেড প্রসান্ত কুমার শিং, বালিঙ্গা বাজার এজেন্ট শাখার পরিচালক তুহেল আহমদ চৌধুরী, এন আর বি ব্যাংকের সিনিয়র অফিসার গৌতম রায় প্রমুখ।
এসময় বক্তারা আশা প্রকাশ করে বলেন এই সেবার মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকগণ খুব সহজেই বাড়ির পাশেই ব্যাংকে বিল প্রদান করে উপকৃত হবেন,এবং ডিজিটাল দেশ গঠনে আমরা সহ আপনারাই হবেন এর অংশিদার।