শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন


এপ্রিলে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮৬

এপ্রিলে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮৬

sorok

শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

দেশে এপ্রিল মাসে ২৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ৩৫৭ জন। এপ্রিলে ৩৬৭টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। ধর্ষণের ৭১টি ঘটনার মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ১৪টি, ধর্ষণ শেষে হত্যা দু’টি।মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

একাধিক জাতীয় পত্রিকা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে তৈরি করা হয় এ প্রতিবেদন। প্রতিবেদনের প্রায় প্রতিটি ঘটনা স্থানীয় হিউম্যান রাইটস ডিফেন্ডার্সদের মাধ্যমে তা ভেরিফাই করা হয় বলে দাবি করে এই সংস্থাটি।প্রতিবেদনে উল্লেখ করা হয় এপ্রিলে ডিজিটাল নিরাপত্তা আইনের সাত মামলায় একজন সাংবাদিক, দুইজন আইনজীবী, বিরোধী দলীয় নেতার ভাই ও একজন প্রবাসীসহ মোট পাঁচজন গ্রেপ্তারর হয়েছেন।

এছাড়া এ মাসে স্বাধীন সাংবাদিকতা ও পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিক সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।প্রতিবেদনে তুলে আনা হয়েছে, গত ৩০ দিনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাতটি ঘটনা ঘটেছে। এতে নৌ-পুলিশের গুলিতে একজন ও র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়। এছাড়া একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় তিনজন নাগরিককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে।

এই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে তিনজনের মৃত্যু হয়েছে। কারাগারে একজন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।প্রতিবেদনে উদ্বেগজনক বিষয় হিসেবে গণপিটুনির ঘটনা তুলে ধরা হয়। তাদের দাবি এ মাসে গণপিটুনিতে কমপক্ষে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin