কখন আসবে ফিরে আলোর মশাল’
মবরুর আহমদ সাজু
বন্যায় প্লাবিত শহর-গ্রাম গন্জ
এমন আর্তনাদ কখনো দেখিনি!
কখন আসবে ফিরে আলোর মশাল’
দেখতে দেখতে ডুবে গেছে গ্রামীণ জনপদ
মন ভালো নেই,সিলেট সুনামগঞ্জ গণমানুষের?
বন্যায় প্লাবিত চারদিক, হাহাকার বাড়ছেই।
উদ্ধারের আর্তনাদে ব্যস্ত মানবিক মানুষগুলো
দু’পায়ে দাঁড়িয়ে শুনছে আলাপ কিংবা বিলাপের ।
প্রকৃতির নিদারুন আত্রুশে চারদিকে বন্যায় প্লাবিত
নির্মম কান্ডে মানুষের স্বপ্নের সাথে কথাহীন গবাদি পশুগুলো’ যেন বিপর্যস্ত!
১৯৮৮-থেকে ২০০৪-
সব পাল্টে গেল ২০২২’র কাছে হয়ে অম্লান ।
মন ভালো নেই, সিলেট সুনামগঞ্জ গণমানুষের?
বন্যায় প্লাবিত চারদিক হাহাকারে বাড়ছেই।
এই তো সেই দিন বর্ষা আসে নি!
তবে ডাক দিয়ে গেল বর্ষা ?
বন্যায় ডুবছে শহর, ডুবছে গ্রামীন সমাজের ঐতিহ্য!
শিশু থেকে বদ্ধ, মা থেকে মেয়ে,বাবা কিংবা ছেলের করুন দশা।
কখন আসবে ফিরে আলোর মশাল।