স্টাফ রিপোর্ট:
এসএমপি’র মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এসএমপি’র পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ সিলেট মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) এর কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন।
এ সময় কমিশনার মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) বি,এম, আশরাফ উল্যাহ তাহের।
পরির্দশনকালে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব সঞ্জয় সরকার , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব বি.এম. আশরাফ উল্যাহ তাহের এবং পুলিশ পরিদর্শক সহ সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগন। সম্মানিত পুলিশ কমিশনার এর আগমন উপলক্ষে মহানগর গোয়েন্দা বিভাগ প্রাঙ্গনে এক বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়।
কল্যান সভায় পুলিশ কমিশনার মহোদয় মহানগর গোয়েন্দা বিভাগের সার্বিক বিষয়াদি সম্পর্কে অবগত হন এবং করনীয় ও বর্জনীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি মাননীয় আইজিপি মহোদয়ের ০৫টি নীতি কঠোরভাবে মেনে কাজ করার আহবানসহ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলে কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।
বার্ষিক পরিদর্শকালে পুলিশ কমিশনার মহানগর গোয়েন্দা বিভাগের অফিস সমূহে রক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্ট্রার-পত্র,,ভৌত অবকাঠামো পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।