মাগো আমি আসছি
অনেক দূরে,
ঘুমের ঘরে সপ্নে দেকি
খেলছি গাঁয়ের ছরে।
সপ্নে দেকি চাঁদের হাসি
রোদের কিরণ,
চলতে গিয়ে গাঁয়ের মোড়ন
দস্যি গাঁয়ের রুপের বুনন,
আলতো করে বলে!
যাচ্ছো কোথায় এ রুপ তুমি ছেড়ে
মাগো আমি যাচ্ছি অনেক দূরে,
আসবো আবার তুমার তরে
খেলবো গাঁয়ের ছরে।
জানো মাগো-
একা বসতে দেয়না আমায়
ফিসফিসিয়ে খুব যে ভাবায়,
আসবে কবে গাঁয়ের ছরে
এই কথাটি বলো আমায়-
মুখটি ভরে কথা হবে কবে,
চাঁদের হাসি রুপের কিরণ
তখন কি আর রবে।
দস্যি গাঁয়ের ছরে তুমি
এসো আবার ফিরে।।