শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:০৮ পূর্বাহ্ন


এ‌লিম চৌধুরীর রোগ মু‌ক্তি কামনায় গোলাপগঞ্জে দোয়া মাহ‌ফিল অনুষ্ঠিত

এ‌লিম চৌধুরীর রোগ মু‌ক্তি কামনায় গোলাপগঞ্জে দোয়া মাহ‌ফিল অনুষ্ঠিত


শেয়ার বোতাম এখানে

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জ উপ‌জেলা আওয়ামীলী‌গের সাংস্কৃ‌তিক সম্পাদক আবু সু‌ফিয়ান আজ‌মের উ‌দ্যো‌গে ক‌রোনা আক্রান্ত সি‌লেট জেলা আওয়ামীলী‌গের কার্যনির্বা‌হি সদস‌্য, আতহা‌রিয়া উচ্চ বিদ‌্যালয় ও ক‌লেজ গভ‌র্নিং ব‌ডির সভাপ‌তি, বারাকা প‌তেঙ্গা পাওয়ার লি‌মি‌টেড এর প‌রিচ‌ালক মঞ্জুর শাফি চৌধুরী এ‌লিমের রোগমু‌ক্তি কামনায় এক দোয়া মাহ‌ফিল আজ শুক্রবার বাদ আসর গোলাপগঞ্জ বাজার মস‌জি‌দে অনু‌ষ্টিত হয়।

এ সময় উপস্থিত ছি‌লেন গোলাপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক খ‌ুর‌শেদ আলম চৌধুরী রিপন, সাংগঠ‌নিক সম্পাদক খায়রুল হক, পৌর আওয়ামীলী‌গের সাধারন সম্প‌াদক রু‌হেল আহমদ, পৌর আওয়ামীলীগ নেতা আ‌রিফ আহমদ চৌধুরী ক‌ফি, পৌর আওয়ামীলীগ নেতা আব্দুল মু‌কিত, ছা‌দেক আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জেবুল, মাহমুদ আহমদ, না‌দিম মাহমুদ শিপলু, পৌর স্বেচ্ছা‌সেবকলী‌গে‌র সাংগঠ‌নিক সম্পাদক হো‌সেন আহমদ, বঙ্গবন্ধু স্মৃ‌তি সংসদ ও স্মৃ‌তি পাঠাগার গোলাপগঞ্জ উপ‌জেলা শাখার সহ সভাপ‌তি বাবুল আহমদ সাধারন সম্পাদক আবুল হো‌সেন দিপু, যুগ্ম সাধারন সম্পাদক জা‌হেদুর রহমান জা‌হেদ,বাদশা আহমদ,সহ সাংগঠ‌নিক সম্পাদক এস এস ছাদী, নাইম আহমদ, দপ্তর সম্পাদক না‌জিম উ‌দ্দিন, প্রচার সম্পাদক আবুল হাসান প্রমুখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin