রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন


ওসমানীনগরে অসহায়দের পাশে যুক্তরাজ্য প্রবাসী জাহেদ আহমদ

ওসমানীনগরে অসহায়দের পাশে যুক্তরাজ্য প্রবাসী জাহেদ আহমদ


শেয়ার বোতাম এখানে

ভয়ঙ্কর ভাইরাস করোনার সংক্রামন ঠেকাতে দেশব্যাপী চলছে অঘোষিত লকডাউন। থমকে গেছে জীবন। করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে ঘরবন্দি লোকজন। এমন অবস্থায় দরিদ্র পরিবারের লোকজন পড়েছেন বিপাকে।

তাদের সাহায্যার্থে ইতোমধ্যে সরকার থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠনও এসময়ে এগিয়ে এসেছে আর্তমানবতার সেবায়।

এলাকার সেইসব দিনমজুর আর নিম্ন আয়ের মানুষের পাশে দাড়িয়েছেন যুক্তরাজ্য প্রবাসী জাহেদ আহমদ। তাঁর উদ্যোগে এলাকার ৫০টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জাহেদ আহমদ বলেন, করোনা ভাইরাসের কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। এতে প্রতিদিনের উপার্জনই যাদের ভরসা সেসব নিম্নআয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে। যারা দিন আনে দিন খায়, তারা খুবই খারাপ অবস্থায় আছে। এখনই সময় তাদের পাশে দাঁড়ানোর।

সবাইকে অনুরোধ করবো নিজ নিজ অবস্থান থেকে সবাই এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin