ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী (৩৩) করোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া রিপোর্টে ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরীর করোনা পজেটিভ আসে। নতুন করে তাকে নিয়ে ওসমানীনগরে এ পর্যন্ত করোনা ভাইরাসে ে মোট আক্রান্তের সংখ্যা ৮৮জনে দাঁড়াল।
উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দল্লা চৌধুরী নিজে করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিজেই নিশ্চিত করে বলেন, জ¦র, কাশি, গলা ব্যথা সহ করোনার বিভিন্ন উপসর্গ থাকায় গত ২০ আগস্ট সিলেট শহরে নমুনা প্রদান করলে রাতেই তার রির্পোট করোনা পজেটিভ আসে।