সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন


ওসমানীনগরে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

ওসমানীনগরে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার


শেয়ার বোতাম এখানে

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে গলাকাটা অবস্থায় ষাটউর্ধ এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার গোয়ালাবাজার এলাকার নিজ করনসী রোডস্থ নিজ বাসা মহিলার গলাকাটা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মহিলা মৃত আখলু মিয়ার স্ত্রী রহিমা বেগম আকলিমা। এ ঘটনায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে।

জানা যায়, শুক্রবার ভোরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলার নিজ বাসার মেঝে গলাকাট অবস্থায় লাশটি দেখতে পায়। পরবর্তীতে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার খবর পেয়ে সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উাদ্দন পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসমানীনগর থানার সেকেন্ড অফিসার এসআই সুজিত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin