শুভ প্রতিদিন ডেস্ক:
কঠোর লকডাউনের ১৪তম দিন বৃহস্পতিবার সিলেটে ৪৯ মামলা ও ৮৬টি যানবাহন আটক করা হয়েছে। একই সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লক্ষ ১৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জানা গেছে, লকডাউন বিধি নিষেধ অমান্য করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে সিএনজি ২৫টি, মোটরসাইকেল ১১টি, প্রাইভেটকার ০৮টি ও অন্যান্য ০৫টি সহ সর্বমোট ৪৯টি মামলা এবং সিএনজি ৪৫টি, মোটরসাইকেল ১৫টি, প্রাইভেটকার ০৫টি অন্যান্য ২১টি সহ মোট ৮৬টি যানবাহন আটক করা হয়।এছাড়াও পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থানে সর্বমোট ১ লক্ষ ১৫ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মহানগর পুলিশের (এসএমপি) ক্রাইম, ট্রাফিক বিভাগ, ডিবি পুলিশ, পুলিশ লাইন্সের কর্মকর্তা এবং ফোর্স যৌথভাবে নগরের বিভিন্ন স্থানে দিবারাত্রি ৪৬টি চেকপোস্ট করছে। এছাড়া সকল থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র এলাকায় ৯৭টি টহল দল আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা ডিউটি করছে।