শুভ প্রতিদিন ডেস্ক:
মো. হান্নান মিঞা। ২৩ বছরের সুদর্শন তরুণ। কিন্তু কাজ করেন ভয়ঙ্কর। মৃত মানুষের শেষচিহ্ন- হাড়গোড় লুটে নিয়ে বিক্রি করে দেন সিন্ডিকেটের কাছে। এ জন্য গোরস্থান ঘুরে ঘুরে পুরনো কবর চিহ্নিত করেন। রাতের আঁধারে সেই কবর খুঁড়ে চুরি করেন মানুষের কঙ্কাল। এক সহযোগী নিয়ে কয়েক বছর ধরে চালাচ্ছিলেন এমন অপকর্ম। শেষপর্যন্ত হাতেনাতে ধরা পড়েছেন স্থানীয়দের কাছে।
গত মঙ্গলবার রাতে রাজধানীর কালশী গোরস্থানে কবর খুঁড়ে কঙ্কাল চুরির সময় হান্নান মিঞাকে হাতেনাতে আটক করে লোকজন। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তার কাছ থেকে জব্দ করা হয় মানুষের মাথার তিনটি খুলি, পায়ের আটটি হাড়, হাতের ১৩টি হাড় এবং কোমরের ছয়টি হাড়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে কালশী গোরস্থানে কবর খুঁড়ে কঙ্কাল চুরির সময় লোকজন হান্নানকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর তার হেফাজতে থাকা সাদা রঙের একটি ব্যাগে কঙ্কালগুলো পাওয়া যায়। প্রত্যেকটি কঙ্কালেই তখনও মাটি লেগে ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, ওই রাতেই তিনি এগুলো চুরি করেছেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান জানিয়েছেন, চুরি করা এসব কঙ্কাল কবিরাজি কাজে ব্যবহৃত হয়। তিনি বিভিন্ন কবিরাজের কাছে তা বিক্রি করতেন। নানা হাত ঘুরে মেডিকেলের ছাত্রদের কাছেও যায় এসব চোরাই কঙ্কাল।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম সমকালকে বলেন, গ্রেপ্তার হান্নান মিঞার পেশাই কঙ্কাল চুরি করা। তার চক্রে আরও একজন সদস্য রয়েছেন। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
ওসি বলেন, হান্নান এই কঙ্কাল চুরি করে কার কাছে, কত টাকায় বিক্রি করতেন, তা জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, নানা স্তরে এ চক্রের লোকজন রয়েছে। চক্রটিকে চিহ্নিত করতে তদন্ত চলছে।