বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন


কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মামলা ও জরিমানা আদায় ২৭ হাজার টাকা

কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মামলা ও জরিমানা আদায় ২৭ হাজার টাকা


শেয়ার বোতাম এখানে

শনিবার সকাল থেকে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনীর কড়া পর্যবেক্ষণকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪টি মামলা হয়েছে। মামলায় মোটরসাইকেল আরোহী ও দোকানদারদের কাছ থেকে নগদ ২৬ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত মাধবপুর, আদমপুর, আলীনগর ও শমশেরনগর বাজারে কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরীর নেতৃত্বে পুলিশি ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় এ অভিযান চলে।

শনিবার তৃতীয় দিনের মত পুলিশ ও সেনা সদস্যদের কড়া পর্যবেক্ষণকালে মাধবপুর, আদমপুর ও আলীনগরের হালিমা বাজার ও শমশেরনগর বাজার এলাকায় যৌথ বিশেষ পর্যবেক্ষণ চলে।

এছাড়া পর্যবেক্ষণকালে নিত্য প্রয়োজনীয় মোদী দোকান ও খাদ্য সামগ্রীর দোকান ও ফার্মেসীতে বেশী লোক সমাগম না করে ব্যবসা করার নির্দেশনা দেওয়া হয়। রাস্তাঘাটে অহেতুক কেউ বের না হতেও বলা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin