কমলগঞ্জ প্রতিনিধি
চলমান করোনা পরিস্থিতি ঘরে হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ হতে ৫শত পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হবে। এ উপলক্ষ্য শনিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে হতদরিদ্র ও দিনমজুরদের বিতরনের জন্য ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জনপ্রতিনিধি কাছে ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়। আনুষ্টানিক ভাবে ইউনিয়ন ওয়ারী ৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান জানান, চলমান পরিস্থিতিতে আপাতত ৫০০ পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি করে মশুরী ডাল বরাদ্ধ করা হয়েছে পাশাপাশি নগদ টাকাও দেয়া হবে।