মো. মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে সবকিছুু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন উপজেলার শত শত কর্মজীবি মানুষজন।
সেই কর্মহীন মানুষদের পাশে দাঁড়ালেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। প্রতিদিনের মতো দিনব্যাপী কর্মহীন নারী পুরুষদের হাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।
পৌর মেয়র জুয়েল আহমেদের ব্যক্তিগত পক্ষ থেকে পৌরসভার ২নং ওয়ার্ডেও বড়গাছ ও ৬নং ওয়ার্ডের শীলপাড়া এলাকার শতাধিক পরিবারের হাতে চাল, ডাল, পিয়াজ, লবণ, তেল, সাবান ইত্যাদির প্যাকেট করে নিজ হাতে নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।